দাম বাড়বে না বিদ্যুৎ-জ্বালানির, অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই আগস্ট ২০২৪ ০৭:৪৮ অপরাহ্ন
দাম বাড়বে না বিদ্যুৎ-জ্বালানির, অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামীতে বিদ্যুৎ ও জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও জ্বালানি সচিব মো. নূরুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমূহে বিরূপ নিবন্ধ প্রকাশিত হয়েছে।


ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এমতাবস্থায়, উক্ত ধারার অধীনে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।