
প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ২৩:৩

তৃণমূল কংগ্রেস পাহাড়ে শান্তি আনলেও বিজেপি আগুন লাগায়। শুক্রবার ভারতের শিলিগুড়ির অদূরে নকশালবাড়িতে দলীয় প্রচার সভা থেকে এভাবেই বিজেপিকে বিঁধলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আগুন লাগানোর সঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে একই ভাবে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তার পাঁচ বছরে দফায় দফায় বিদেশ সফর নিয়েও মোদিকে খোঁচা দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর প্রত্যয়ী ঘোষণা, পাহাড় ও সমতলকে আলাদা করা যাবে না।
মুখ্যমন্ত্রীর ভাষণের সিংহভাগ জুড়ে ছিল পাহাড় ও সমতলের পারস্পরিক ঐক্যের বার্তা। তিনি বলেন, পাহাড় সমতলের ঝগড়া চাই না। কোনও বিভেদ চাইনা। আমরা একসঙ্গে থাকব। সে শিলিগুড়ি হোক, ফাঁসিদেওয়া হোক, চোপড়া হোক, দার্জিলিং হোক আর কালিম্পং হোক, একসঙ্গে থাকব। কোনও ভাগাভাগি হতে দেব না। আমরা চাই পাহাড় সমস্যার সমাধান। মোদিবাবু ঝুটা হ্যায় বলেও কটাক্ষ করেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীর জনসভায় নকশালবাড়ির আদিবাসী ময়দানে থিক থিকে ভিড় ছিল। চা বাগান অধ্যুষিত এই এলাকায় প্রচুর চা শ্রমিক এসেছিলেন। পাহাড় সমতলের একতা বোঝাতে তিনি পাহাড়ের ভূমিপুত্র মোর্চা সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অমরসিং রাই, মোর্চা নেতা বিনয় তামাংদের সঙ্গে দুই আদিবাসী চা শ্রমিক মহিলাকে মঞ্চে ডেকে নিয়ে পাশে মন্ত্রী গৌতম দেবের সঙ্গে হাত মিলিয়ে মমতা বলেন, দেখুন আমরা সবাই এক সঙ্গে আছি।

ইনিউজ ৭১/এম.আর