ভারতীয় এই বিমানের ককপিট-ক্রিউ সকলেই মহিলা। অসাধারণ এক ঘটনা। সান ফ্রানসিসকো থেকে বেঙ্গালুরুর প্রথম উড়ান AI 176 শনিবার থেকে শুরু হচ্ছে। উড়ানটি শনিবার সান ফ্রানসিসকো থেকে রাত সাড়ে আটটায় যাত্রা শুরু করে বেঙ্গালুরু পৌঁছবে আগামী ১১ জানুয়ারি। আমেরিকার সিলিকন ভ্যালিকে ভারতের সিলিকন ভ্যালির সঙ্গে জুড়ে দেওয়া এই AI 176-এর ককপিট-ক্রিউ সকলেই মহিলা।
আজ থেকে বহু বছর আগে নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দেওয়ার কথা বলেছিলেন এক কবি। তারপর পৃথিবীর অসংখ্য নদী দিয়ে বয়ে গিয়েছে অজস্র জলধারা। পরিবর্তন অবশ্যই ঘটেছে। নারীর ক্ষমতায়নের দিক দিয়ে বিভিন্ন দেশই এগিয়ে গিয়েছে। ভারতও এগিয়েছে। সেই প্রেক্ষিতে সম্পূর্ণ ভাবে মহিলা দ্বারা পরিচালিত বিমান ওড়ার ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ।
বোয়িং 777-200LR এয়ারক্রক্র্যাফ্ট (aircraft) VT ALG-এর ককপিট-ক্রিউ তে রয়েছেন ক্যাপ্টেন জোয়া আগরওয়াল , ক্যাপ্টেন পাপাগারি থানমাই , ক্যাপ্টেন আকাঙ্ক্ষা সোনাওয়ারে এবং ক্যাপ্টেন শিবাণী মানহাস । প্রায় ১৭ ঘণ্টার ঐতিহাসিক এই বিমানযাত্রার শরিক হতে চলেছেন তাঁরা। ভারতের কোনও উড়ান সংস্থার তরফে এটিই হতে চলেছে দীর্ঘতম পাড়ি
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।