প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২০, ০:৫
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউ হয়ে পুনরায় দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস। শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।