তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, হেফাজত ইসলামের নতুন কমটির সভাপতি সফি আর মমিনুল ইসলাম ধর্মকে ব্যববসায় রুপন্তর করেছেন । গত শনিবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ধর্ম প্রতিমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, যে কোন মুল্যে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও রুখে দেয়া হবে।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবুন্ধুর ভাস্কার্য বিরোধীতার নামে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও পায়তারা করছে।ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরাসহ আরও অনেকেই।