প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১২:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত আটটার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন ভাড়াটিয়া কুমোদ চন্দ্র নাথ, তার স্ত্রী সবিতা রানী নাথ, মেয়ে ঐর্দিকা ও ছেলে তূর্য। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কুমোদ চন্দ্র নাথ জানান, দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি চলছিল পরিবারের। ঠিক সেই সময় হঠাৎ ঘরে বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি ও তার স্ত্রী-সন্তান দগ্ধ হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন জানান, ঐর্দিকার শরীরের প্রায় ২০ শতাংশ, তূর্যের ১০ শতাংশ এবং স্বামী-স্ত্রীর প্রায় ২ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঐর্দিকাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফ্ল্যাটের আসবাবপত্রসহ মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা এগিয়ে আসলেও দ্রুত পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক প্রাথমিকভাবে জানান, দুপুরে রান্নার পর গ্যাস লাইন বন্ধ করার সময় সুইচ থেকে ধীরে ধীরে গ্যাস লিকেজ হচ্ছিল। পরে দুর্গাপূজার জন্য মোমবাতি জ্বালানো হলে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফ্ল্যাটের ভেতর থেকে আগুনের তীব্র শব্দ ও ধোঁয়া বের হয়। এতে আশপাশের লোকজন ভয় পেয়ে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপূজার আনন্দমুখর পরিবেশ এক মুহূর্তেই বিষাদে রূপ নেয়। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।