প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২০, ১৬:২৫
কক্সবসজারের উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাঝি’কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইংখালী ঘোনার পাড়ার ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি।