প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২০, ৪:৪২
নওগাঁয় গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ’ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশ এর পক্ষ থেকে জুম এর মাধ্যমে যুক্ত হন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সরদার এম. আসাদুজ্জামান।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোঃ শরিফুল ইসলাম, স্থানীয় সরকার নওগাঁ শাখার পরিসংখ্যান সহকারী এস.এম. আবু হাসান, গ্রাম আদালত প্রকল্পভুক্ত উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরবৃন্দ, স্থানীয় সরকার শাখার কর্মচারীবৃন্দ এবং প্রকল্পের সহযোগী সংস্থা ইএসডিও’র কর্মীবৃন্দ।