প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ২০:২২
রুহিয়ায় চুরি করতে এসে বাবলু (৩০) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে ব্যবসায়িরা।মঙ্গলবার (১৭ নভেম্বর ) দিবাগত রাতে রুহিয়া থানাধীন ঢোলার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বাবুর বাসা দিনাজপুর কোতোয়ালী থানাধীন এলাকায় বলে জানাগেছে।আল মামুনসহ কয়েকজন ব্যবসায়ী জানায়,শেষ রাতে হঠাৎ দোকানে একরকম শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে আমরা ধাওয়া করলে বাবলু নামে একজনকে আটক করি।
উল্লেখ যে,ইতিপূর্বে গত ৩১ অক্টোবর দিবাগত রাতে চৌরাস্তার পাশে সিরাজুল মার্কেটের ৪টি দোকান থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল, ১১ নভেম্বর দিবাগত রাতে ৩টি দোকানের ৫০ হাজার টাকার মালামাল, ১৫ নভেম্বর দিবাগত রাতে রুহিয়া চৌরাস্তায় চৌধুরী মার্কেটে হারুনের কাপড়ের দোকানের মালামাল সহ মানিক জুয়েলার্সের দোকানের নগদ ১৬ ভরি রুপা, ৬ আনা সোনা নিয়ে যায় চোর।