প্রকাশ: ৭ নভেম্বর ২০২০, ৩:২৮
কক্সবাজারের উখিয়ার পালংখালীর মোছারখোলায় সামাজিক বনায়ন জবর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নলবনিয়ার একটি স্বশস্ত্র বাহিনী।কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের মোছারখোলা বিটের আওতাধীন ২০১২-১৩ অর্থসালে ৬৩ জন উপকারভোগীকে বরাদ্দ দেওয়া ২৫ হেক্টর সামাজিক বনায়নের জায়গা জবর দখলে নিতে একের পর এক হাজার-হাজার গাছ কেটে সাবাড়, মাটি কেটে প্লট বানিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।সামাজিক বনায়নের উপকারভোগীরা দখলে বাধা দিতে গেলে কয়েকবার ফাঁকা গুলি বর্ষণের ঘটনাও ঘটায়। এতে উপকারভোগীরা স্বশস্ত্র দখলবাজ বাহিনীর ভয়ে আতংকে দিনাতিপাত করছেন।সামাজিক বনায়নের উপকারভোগী পালংখালী, মোছারখোলা এলাকার আব্দুস শুক্কুর,মোঃ কালু,মোঃ আব্দুল্লাহ,রিয়াজুদ্দিন,গিয়াস উদ্দিন(১),গিয়াস উদ্দিন(২), ওসমান গনি,জহিরুল ইসলাম সহ অনেকেই অভিযোগ করে জানান,
পালংখালী ইউপির নলবনিয়া গ্রামে মোঃ আয়ুবের নেতৃত্বে হাজী আবুল কালামের ছেলে আহমদ,মৃত নজির আহমদের ছেলে ইউসুফ, আবুল কাসেমের ছেলে নুরুল কবির,জাহেদ আলমের ছেলে আয়ুব,শব্বির আহমদের ছেলে জাফর আলম, এজাহার মিয়ার ছেলে শাহজাহান,ভুলু মিয়া মিস্ত্রীর ছেলে আবদুল হালিম, জনৈক ইসহাক সহ প্রায় অর্ধশতাধিক লোক দেশীয় ধারালো এবং আগ্নেয়াস্ত্র নিয়ে উক্ত সামাজিক বনায়নের জায়গা জবর দখলে নিতে উপকারভোগীদের উপর হামলে পড়ে।তাদের সংরক্ষিত দীর্ঘ ৮ বছরের লালিত জায়গায় রোপিত ছোট-বড় অন্তত ২০ হাজারের বেশী আকাশমনি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে।বড় গাছ গুলো কেটে নিয়ে যায়।