প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকার একমাত্র বিদ্যুৎ খুঁটিতে কয়েক মাস আগে আগুন লাগার পর থেকে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হলেও এখনো সেই খুঁটির মাধ্যমেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয়দের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।