প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ৩:২
হত্যা মামলায় গ্রেফতার এবং হাজতবাসের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বহিস্কার করেছে সরকারী চাকরী থেকে। তাঁর বিরুদ্ধে গত ১৯/০৮/২০২০ ইংরেজী তারিখ তুমব্রুর স্থানীয় ফরিদ আলম নামের এক যুবককে হত্যার ঘটনায় মামলা রুজু হয়।ওই মামলায় শিক্ষক মিজানুর রহমান, তাঁর বোন ফরিদা বেগম,ভগ্নিপতি কালু খলিফা গ্রেফতার হন।
নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং-১০ এর পেনাল কোড ৩০২/৩৪ ধারা রুজু মর্মে হাজত বাস হওয়ার প্রেক্ষিতে বিএসআর ১ম খন্ডের ৭৩ নং বিধির নোট(২) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের স্নারক নং-ইডি( বেগ.৬) ১২৩/৭৮/১৫(৫০০), তারিখ ২১/১১/১৯৭৮ খ্রিঃ অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্নারক নং-২৫.৩৫.২০০৩.০০৩.২৭.১১.২০.১১.
৮৭.তারিখ ২২/১০/২০২০ খ্রিঃমুলে অনুমোদনক্রমে ১৯/০৮/২০২০ তারিখ হইতে তাকে সরকারী চাকরী থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।বহিস্কারের পর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোন প্রকার খোরাকী-ভাতা পাবেনা শিক্ষক মিজানুর রহমান। এমন আদেশ জারী করে ০৩/১১/২০২০ ইংরেজী তারিখ অফিস পত্র জারি করেছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃশফিউল আলম।