প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ১:৪৭
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের পাইকারি বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে তুলনামূলকভাবে দাম কমেনি বলে জানিয়েছেন ক্রেতারা। অবশ্য সমুদ্রগামী বোটগুলো নিয়মিত আসতে শুরু করলে বাজারে ইলিশের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমবে বলে জানিয়েছেন পাইকাররা। নিষেধাজ্ঞা শেষে সরবরাহ বাড়ায় খুশি বিক্রেতারা, তবে কেউ কেউ বলছেন এবার গত বছরের তুলনায় ইলিশের আমদানি কিছুটা কম। অপরদিকে এটাকে অভিযানের সুফল হিসেবে দেখছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
শুক্রবার (৬ নভেম্বর) পোর্টরোডস্থ পাইকারি বাজারে ৬শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজির পাইকারি দাম ছিল ৬৭৫ টাকা, এক কেজি ওজনের ইলিশ ৭২৫ টাকা, এক কেজির ওপরের ওজনের ইলিশের দাম আট’শ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ নয়’শ টাকা কেজি দরে বেচা-কেনা হয়েছে। তবে সাগরের ইলিশ বাজারে আসা শুরু করলে দাম কমতে পারে বলে জানিয়েছেন বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস মনু।
পোর্ট রোডের অনেক মৎস্য ব্যবসায়ী জানান, মৌসুমী জেলেরা নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে ঠিকই ইলিশ শিকার করেছে, বিক্রিও হয়েছে। আর প্রজনন শেষে বেশিরভাগ মা ইলিশ সাগরে ফিরে গেছে, তাই নদীতে এখন ইলিশ কমে গেছে।এদিকে সম্প্রতি শেষ হওয়া অভিযান সফল হয়েছে বলে দাবি করেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস। তিনি জানান, অভিযানের কঠোরতার কারণেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দিন বিপুল পরিমাণে ইলিশ বাজারে আসতে পারেনি।