প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ১:৪০
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী শিক্ষক-সাংবাদিক ক্রিকেট দল ও গোবিন্দাসী সোনালী অতীত ক্রিকেট দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় গোবিন্দাসী সোনালী অতীত ক্রিকেট দল ৩৩ রানের ব্যবধানে পরাজিত করে গোবিন্দাসী শিক্ষক-সাংবাদিক ক্রিকেট দলকে। শুক্রবার (৬ নভেম্বর) গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়।সকালে ম্যাচের উদ্বোধন করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক।
গোবিন্দাসী সোনালী অতীত ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামে। নির্ধারিত ১৬ ওভারের খেলায় সব কয়টি উইকেট হারিয়ে গোবিন্দাসী সোনালী অতীত দল ১৫১ রান করে। জবাবে গোবিন্দাসী শিক্ষক-সাংবাদিক ক্রিকেট দল ১৫২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে নির্ধারিত ১৬ ওভারে সব ১০ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে।প্রতিযোগিতা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।