উখিয়ায় জুমার নামাজ পরবর্তী সাধারণ মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্সে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র কার্টুনের প্রতিবাদে উখিয়ায় সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা কারী কামাল আহমদ।এসময় বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কটের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান। সেই সাথে তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দার পাশাপাশি অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জুতাপেটা করে দাহ করেন মুসলিম তৌহিদী জনতা।সমাবেশে বিভিন্ন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী, স্কুল,কলেজ পড়ুয়া ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।