ঢাকার মোহাম্মদপুরে অস্ত্র ও ইয়াবাসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে মনির আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন, “তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি এয়ার গান ও ৪ শত পিস ইয়াবা পাওয়া যায়।”মনিরের বিরুদ্ধে দখল, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মামুন।তিনি বলেন, মনিরের পিস্তল ও শটগানের লাইসেন্স রয়েছে, তবে এয়ারগানের ছিল না।
তবে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করার কারণে তার লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হবে।”ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা বলেন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির আমেরিকান পাসপোর্টধারী।র্যাব কর্মকর্তা মামুন বলেন, “মনির সন্ত্রাসী বাহিনী দিয়ে মোহাম্মদপুরের শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশে দখল ও চাঁদাবাজি চালাত বলে অভিযোগ রয়েছে। সব সময় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে সে চলত বলে এলাকাবাসী জানায়।”গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে পরিবারে নিয় যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন মনির। গত কোরবানির ঈদে দেশে ফেরেন।মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করছে র্যাব।