প্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ৫:১
ঠাকুরগাঁও সদর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে সম্পদ হিসেবে গরু,ছাগল ও দোকান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা চত্বরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নের ভিক্ষুকদের পূর্নবাসনের লক্ষে ২০ জন ভিক্ষুকের মাঝে স্বাভাবিক জীবনযাপনের জন্য ১৬ টি ইউনিয়নে ১৬ জনকে ১৬ টি গরু, ১ টি ইউনিয়নে একজন কে ৩ টি ছাগল, ৩ টি ইউনিয়নে ৩ টি দোকান তিনটি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. কে এম কামরুজ্জামান সেলিম জেলা প্রশাসক ঠাকুরগাঁও, আল মামুন উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী প্রমুখ।এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চেতনার "অদম্য বাংলাদেশ কর্নার" উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।