উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালিতে আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, যানজট নিরসন, জঙ্গীবাদ, পারিবারিক ও সামাজিক সহিংসতা রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।তিনি এসময় বলেন, আমরা এখানে নতুন এসেছি, তাই আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, যানজট নিরসন, জঙ্গীবাদ, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
এডভোকেট জমির উদ্দিন বলেন,বালুখালী ১ ও ২ নং ওয়ার্ডের লোকজন মাগরিবের পর থেকে কেউ ঘর থেকে বের হতে পারেনা, কিন্তু কেন? এর জন্য আমরা দায়ী।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ বলেন, যারা অল্প সময়ের মধ্যে অঢেল সম্পদের মালিক বনে গেছে, তাদের ব্যাপারে গোপনে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি৷পালংখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আবদুল মালেক বলেন, যারা ইয়াবা ও মাদক কারবারে জড়িত তারা প্রত্যেকে কারো না কারো আত্মীয়স্বজন। তাই তাদের ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আশাকরি এখন হতে আমরা এই অপকর্ম থেকে সরিয়ে আসতে চেষ্টা করবো।
পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ মঞ্জুর বলেন, যারা এখানে বক্তব্য রাখছেন তাদের প্রত্যেকের ব্যাপারে তদন্ত করে দেখেন কারা ভাল আর খারাপ, তারপর তাদের কথা কথা মতো কাজ করেন। এতে কোন সমস্যা নেই ৷ গত কয়েক বছর পূর্বেও যাদের কিছু ছিল না, তাঁরা আজ কোটি কোটি টাকার কিভাবে মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিন।পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো বলেছেন ঘুমধুম ও বালুখালীর দুইজন মেম্বার ইয়াবা কারবারি আছে।তাদের বিষয়ে খোঁজ খবর নিন।
এর আগে সভাপতির স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন আসলে যারা মাঠে ময়দানে কোটি-কোটি ব্যয় করে তাঁরা জনপ্রতিনিধি নির্বাচিত হন৷ তখন আমরা তাদের এসব দেখিনা, টাকার কাছে অন্ধ হয়ে যায়। প্রকৃত মানব সেবকেরা তাদের টাকার কাছে ধরাশায়ী হয়ে পড়ে। আমি অনুরোধ করবো ভবিষ্যতে এই ভুল গুলো করবেন না। কারণ পালংখালী ইউনিয়নের অধিকাংশ মেম্বার ইয়াবায় অভিযুক্ত। এর কারণে সাধারণ মানুষ আজ নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছে।