প্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ১:৪৪
ফ্রান্সে সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বের মুসলিম উম্মার নয়ন মনি দো-জাহানের শেষ নবী ও ইসলাম ধর্মের পথপ্রদর্শক হযরত মোহাম্মদ সাঃ এর কটুক্তি ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বাংলাদেশ সহ সারাবিশ্বে মুসলিম দেশ গুলো যখন প্রতিবাদের ঝড় বইছে।তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন বড়দেশ্বরী বাজারে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর ( বৃহস্পতিবার ) বাদ আছর হাজারো মুসলিম বড়দেশ্বরী এলাকাবাসী ব্যানারে বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আবার বড়দেশ্বরী বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হযরত আমিনুল ইসলাম খতিব ঢোলার হাট জামে মসজিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম আমিন সাবেক চেয়ারম্যান ১৪ নং রাজাগাঁও ইউপি , মাওলানা আজাহারুল ইসলাম খতিব ফারাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ,মাওলানা মহিবুল্লাহ অধ্যক্ষ সুফিয়া মুত্তালেব দারুল কমপ্লেক্স, মকলেছুর রহমান হাফেজ মাওলানা মকবুল হোসেন শিক্ষক সুফিয়া মুত্তালেব দারুল কমপ্লেক্স প্রমুখ। এ সময় বক্তৃারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কটুক্তি ও ব্যঙ্গাচিত্রের প্রতিবাদে ফ্রান্সিস প্রেসিডেন্ট এর বিচারের দাবি করেন এবং বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলিম দেশ গুলোকে ফ্রান্সের সকল পন্য সামগ্রী বয়কটের আহবান জানান। বক্তৃতারা মানববন্ধনে মাধ্যমে তামাম মুসলিম বিশ্বকে ঐক্য বদ্ধ হয়ে ফ্রান্স কে উচিৎ জবাব দেওয়ার আহবান জানান।