প্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ১:২৪
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা জয়যাত্রা টেলিভিশন এর প্রতিনিধি মজাহারুল ইসলাম বাদল এর আয়োজনে জয়যাত্রা টেলিভিশন এর দুই বর্ষ পুর্তি উপলক্ষে সাংবাদিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৪ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় রুহিয়া আবাহনী ক্রীড়া চক্রের হল রুমে কেক কেটে জয়যাত্রা টেলিভিশন এর দুই বর্ষপুর্তি পালন করা হয়।রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়।
উদ্বোধক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, রুহিয়া থানা জয়যাত্রা প্রতিনিধি মজাহারুল ইসলাম বাদল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বদরুল ইসলাম বিপ্লব সিনিয়র সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও প্রেসক্লাব ও মাছরাঙা টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি কুদরত আলী, নির্বাহী সদস্য রুহিয়া থানা প্রেসক্লাব ও জয়যাত্রা টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আরিফ হোসেন, জয়যাত্রা টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক ডেল্টা টাইমস্,দৈনিক আজকের জনগন পএিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন সহ রুহিয়া থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।