গাজীপুরের কালিয়াকৈরের উলুসাড়া এলাকায় এফবি ফুটওয়ার কারখানার নারী শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন।নিহত গোলাপী আক্তার (৩০)কুড়িগ্রামের চিলমারী থানার বালাবাড়িহাট এলাকার আইনুল ইসলামের স্ত্রী।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার ভিতরে বিকট শব্দে একটি বৈদ্যুতিক মটার বিস্ফোরিত হয়ে আগুনের সুত্র হয়। মুহুর্তের মধ্যেই আগুন পুড়ে কারখানায় ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে যায় কারখানার বিভিন্ন প্রকার মুল্যবান মেশিনপত্র, কেমিক্যাল ও জুতা তৈরির সরঞ্জাম। কালিয়াকৈর, সাভার ইপিজেড ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হওয়ার সময় অন্তত ৫ শ্রমিক আহত হয়। আগুনে আটকাপড়ে পুড়ে অঙ্গার হয় গোলাপী আক্তার। সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।