প্রকাশ: ৩ আগস্ট ২০২০, ২৩:২
বরিশালের হিজলা উপজেলার একজন তরুণ সামাজিক সংগঠক এবং অসহায় মানুষের মনে ঠাঁই করে নেয়া ব্যক্তিটির নাম শফিকুল ইসলাম রোকন। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকার সন্তান তিনি।
উপজেলা থেকে অনেকটা বিচ্ছিন্ন বদরপুরের মানুষেরা মেঘনার ভাঙ্গন সহ্য করে টিকে আছে দীর্ঘ বছর ধরে। এখানকার শিক্ষিত ব্যক্তিবর্গ এবং প্রতিভা সম্পন্ন শিক্ষিত তরুণেরা রাজধানী ঢাকা সহ দেশের এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। সেই তরুণদের একজন এই রোকন। যে বেসরকারি একটি প্রতিষ্ঠানে ঢাকায় কর্মরত থেকেও সব সময় এলাকার অসহায় মানুষদের খোঁজ নিচ্ছেন।
ইনিউজ৭১ এর সাথে একান্ত সাক্ষাৎ কালে তরুণ সংগঠক শফিকুল ইসলাম রোকন এর কাছ থেকে জানা যায়, এলাকার অসহায় অবহেলিত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে সামান্যতম হলেও, সহযোগিতার জন্য বদরপুরের সচেতন তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি। সেই উদ্দেশ্যে ২০১৭ সালের ৪ আগস্ট বদরপুর নামের সাথে মিল রেখে " বদ্বীপ "( বদরপুর দ্বীপাঞ্চল পরিষদ ) নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আত্ম প্রকাশ করে। একটি জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ৯ জন সম্মানিত উপদেষ্টাদের মাধ্যমে সংগঠনের আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম রোকন এর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের গুরু দায়িত্ব কাধে নিয়ে আর্তমানবতার সেবায় শুরু হয় তার পথচলা।
এর এক বছর পরে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। তরুণ সংগঠক রোকন এর নেতৃত্বে হাটি হাটি পা পা করে, চার বছরে পা রেখেছে সংগঠনটি। নিজ এলাকায় উল্লেখযোগ্য কাজের মধ্যে : গভীর নলকূপ স্থাপন, বৃক্ষ রোপণ, উৎসবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা। পাশাপাশি বদ্বীপ সংশ্লিষ্ট এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট এবং সাঁকো মেরামতে সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে বদ্বীপ সংশ্লিষ্ট এলাকা মাদকমুক্ত রাখা হবে।
শিক্ষার অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছেন তারা। বদ্বীপ এর কার্যক্রম এখন শুধু হরিনাথপুর ইউনিয়ন কেন্দ্রিক হলেও ভবিষ্যতে তাদের সেবা কার্যক্রম সমগ্র উপজেলায় ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখছেন এই তরুণ সংগঠক।