প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১৮:৩৪
বিশিষ্ট কথাশিল্পী, ঔপন্যাসিক ও সাংবাদিক রাহাত খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ইত্যাদি রোগ জটিলতায় ভুগছিলেন।বুধবার (২২ জুলাই) রাহাত খানের স্ত্রী অপর্ণা খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাহাত খানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাসা থেকে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি ১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৭৫ সালে সুহৃদ সাহিত্য পুরস্কার, ১৯৭৯ সালে সুফী মোতাহার হোসেন পুরস্কার, ১৯৮০ সালে আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার, ১৯৮২ সালে হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার এবং ১৯৮৮ সালে ত্রয়ী সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন রাহাত খান।