প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ২৩:৪৭
করোনাভাইরাস টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের মামলার তদন্তভার নিতে চায় পুলিশের এলিটফোর্স বাহিনী র্যাব। এ জন্য অনুমতি চেয়ে র্যাবের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছে। আবেদনটি রবিবার মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সাহেদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র্যাব। তাই সাহেদের মামলার তদন্তভার নিতে চেয়ে গত বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের মাধ্যমে ওই আবেদন করা হয়।শনিবার দুপুরে ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।