বরিশালের হিজলা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বুধবার(১ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের পূজামণ্ডপের মাধ্যমে পরিদর্শন শুরু করেন।
এরপরে তিনি উপজেলার মাউলতলা, হরিনাথপুর, কালিকাপুর, উপজেলা সদর, পুরাতন হিজলা বাজারসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীসহ সকল শ্রেণী, পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলার মাউলতলা শ্রী শ্রী সর্বজনীন দূর্গা মন্দিরে ১৩ জন হিন্দু সম্প্রদায়ের সদস্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে রাজিব আহসান এর সাথে উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা বিএনপির এড.দেওয়ান মনির হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনো ভেদাভেদ নেই। একদিকে মসজিদে আজান অন্যদিকে মন্দিরে পূজা। কারো সাথে কারো কোনো মনোমালিন্য নাই, এটাই বাংলাদেশ।