প্রকাশ: ১২ জুলাই ২০২০, ২১:৪৬
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুলাই) সকাল ১০টার সময় ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এর নেতৃত্বে আমরা দেশ পেয়েছি।
তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকার ঠিকানা পেয়েছি।তার দেয়া সম্মানি ভাতা, বাড়িসহ বিভন্ন সুবিধা আমরা সুখে আছি। আমাদের এই ভাল থাকার পিছনে আমাদের কতৃপয় সহযোদ্ধাদের করনে যেন কুলষিত না হয়। সে দিকে সবাইকে নজর রাখতে হবে।ভেদরগঞ্জ উপজেলা কমান্ডের হিসাব চাওয়া কোন অপবাধ নয়।
তবে নিয়মিত হিসাব না দেয়া কিন্তু অন্যায়। আমরা মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার আবদুল মান্নান রাড়ীর নেতৃত্বে। ঐক্যবধ্য হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মান করার জন্য কাজ করতে হবে।মুক্তিযুদ্ধের কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে আলী আজম ফরিদী, বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান,মাস্টার আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার,মাস্টার ইদ্রিস আলী মাদবর,আবদুল করিম মিয়া,নুর আহমেদ ছৈয়াল, হাজি দ্বীন ইসলাম সিকদার,আক্কাস হাওলাদার প্রমূখ।