প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৭:৩৫
কুমিল্লার দেবিদ্বারে মালবাহী ট্রাকের নিচে সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের আবু তাহের (৭০) ও তার স্ত্রী জোবেদা খাতুন (৫৫)।
তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।