প্রকাশ: ৯ জুলাই ২০২০, ২১:৪৭
অরুয়াইল ছিল একটি দুর্গম এলাকা, ছিলো না রাস্তা না ছিল কোনো যোগাযোগ ব্যবস্থা। বিগত দিন উপজেলায় আসতে হলে অরুয়াইল থেকে নৌকায় আশুগঞ্জ তারপর সরাইলে। অরুয়াইল থেকে ঢাকা যেতে যে সময় লাগতো সরাইল যাইতে আমাদের এ সময় পার হতো। সরাইল থেকে ১৫ কিলো উত্তরে অরুয়াইল, ঐ সময় সরাইলের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না।
বিগত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর,আশুগঞ্জ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অরুয়াইল রাস্তার ঘোষণা দিয়েছিলেন।এডঃ জিয়াউল হক মৃধা এমপি হওয়ার পর সরাইল- অরুয়াইল রাস্তা করা হয়েছে। অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শফিকুর রহমান সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় অরুয়াইল ইউনিয়ন পরিষদ অফিস পাড়ায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা গুলো বলেন।
তিনি বলেন, অরুয়াইল ছিল একটি দুর্গম এলাকা রাস্তাটি হওয়ার পরেও,রাস্তাটি ভেঙ্গে জরাজীর্ণ হয়ে যোগাযোগের কষ্ট হইতো। দুর্গম এলাকা হিসাবে না দেখতে পাচ্ছি প্রশাসন কর্মকর্তা,না সাংবাদিক ভাইদের। তিনি আরোও বলেন, ভাটি অঞ্চল হিসেবে আজ থেকে বিশ বছর আগে, যারা বাজার পরিচালনা করেছেন তারাই সরকারি জায়গা ভোগ দখলের রাজত্ব করে আসছিল। তারা তাদের মত সরকারি সব জায়গা দখল নিয়ে, রাতে রাতে আজ তারা বিওশালী।
এ সময় স্হানীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট মোঃ শফিকুর রহমান বলেন, বিগত সময় অরুয়াইল বাজার পরিচালনার দায়িত্ব যারা ছিলেন, সরকারি জায়গায় লিজের নাম করে।দখল করতে বিভিন্ন মানুষ কে ভূমিহীন বানিয়ে,নিজেরা নিজেদের মধ্যে ঘাটলা, নদীর পার আরোও সরকারি অনেক জায়গা ভাগবা টোয়ারা করে নিয়েছেন। সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বলেন,আপনারা এসব অনিয়ম তুলে ধরার কারণে অরুয়াইল বাজারে দীর্ঘদিনের দখল রাজত্বে এখন যেন হাত পড়েছে।