প্রকাশ: ৮ জুলাই ২০২০, ১৮:২৭
মুজিববর্ষ উপলক্ষে সমগ্র দেশে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন শুরু করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। ৭ জুলাই পটুয়াখালী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে বাউফলের কনকদিয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এই বৃক্ষরোপণ করার সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইসমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পটুয়াখালী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ সাব্বির হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও পরিবেশ বান্ধব রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক বৃক্ষরোপণের আহ্বান কে স্বাগত জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি। মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে সমগ্র দেশে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রত্যেকটি ইউনিট বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী হিসেবে আজ আমরা বাউফলে উদ্ধোধন করলাম।
তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও দেশে ২৫ শতাংশ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার জন্য সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল নেতা-কর্মী সমগ্র দেশে প্রত্যেকে ফলজ, বনজ ও ঔষধি-তিনটি করে গাছ লাগাবে।