প্রকাশ: ৫ জুলাই ২০২০, ১৯:৪৫
কক্সবাজারস্থ র্যাব-১৫'র সদস্যরা উখিয়ার মরিচ্যা একটি গুদামে অভিযান চালিয়ে খালি বস্তা ও বিপূল পরিমাণ চালসহ ৩জনকে আটক করেছে।
সুত্রে জানা যায়, গত ৪ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে সরকারী ত্রাণের চাল মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং মোঃ এহসান ষ্টোরে অভিযান চালিয়ে সরকারী ত্রাণের “ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” শ্লোগান লেখা চটের বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় রূপান্তর করা ৩হাজার ৫শ কেজি চাল এবং ৯৯টি চটের সরকারী খালি বস্তাসহ হলদিয়া পালংয়ের সোনা আলীর পুত্র মোঃ এহসান (৩১),পশ্চিম হলদিয়ার মৃত মোঃ সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং পগলীর বিলের কালু সওদাগর বাড়ির মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালাম (৫০) কে আটক করে।