প্রকাশ: ৪ জুলাই ২০২০, ০:২৩
ভোলার বোরহানউদ্দিনে উপজেলার ৯ ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা চত্বরে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ওই সাইকেল বিতরণ করা হয়।উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
ওই সময় তিনি বলেন, গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে সরকার অনেক ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। বাই-সাইকেল পাওয়ার ফলে গ্রাম পুলিশদের একদিকে কাজ সহজ হয়েছে। অন্যদিকে সময় বাঁচানো সম্ভব হবে। তিনি শতভাগ পেশাদারিত্বের সাথে গ্রাম পুলিশদের কাজ করার আহবান জানান।অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফূজা ইয়াসমিন, ওসি ম. এনামুল হক প্রমুখ।