প্রকাশ: ৪ জুলাই ২০২০, ১৮:২৭
মানুষকে ভালোবাসার মাধ্যমে সৃষ্টি কর্তার সান্নিধ্য লাভ করা যায়। এর জন্য মানবিকতার সুন্দর একটি মন থাকতে হয়। মানুষকে ভালোবাসার মাধ্যমে মানব হৃদয় সৃষ্টি হয়। জাপানে ঘরে ঘরে করোনা আক্রান্ত রোগী। করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষ। সেই অবস্থায় থেকেও দেশের মানুষের কথা ভুলে যাননি জাপান অভিবাসী পলাশ। নিজের জন্মস্থান ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ সহ বিভিন্ন গ্রামের মানুষের জন্য পাঠালেন নগদ অর্থও খাদ্য সামগ্রী। তিনি একজন প্রবাসী, থাকেন জাপানে।
নাম তাঁর আবু মোহাম্মদ শামীম পিয়ার( পলাশ) শুক্রবার ( ৩ জুলাই ) সকালে নগদ অর্থও খাদ্য সামগ্রী বিতরণ করেন দেশে তাঁর ভাই কিছু মুরুব্বি ও যুবক। বিতরণকৃত নগদ অর্থ খাদ্য সমগ্রীর মধ্যে ছিল-নগদ অর্থ, ১ কেজি চাল, মাংশ। কালিকচ্ছ দত্ত পাড়ার অনেকে বলেন,আবু শামীম পলাশ ভাই কে মুহুর্তের জন্য ভুলেনি গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর কথা। নিজের জন্মভূমি আর দেশের মানুষকে নিয়ে তাঁর উদ্বেগ আর উৎকন্ঠা দেখে বুঝা যায় তাঁর দেশাত্ববোধ কতটা জাগ্রত।
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য অহিদুজ্জামান লস্কর অপু বলেন, জাতীর এই কঠিন সময়ে আবু মোহাম্মদ শামীম পিয়ার পলাশে'র মতো মানুষ খুবই দরকার। কারণ মাথা উচুঁ করে তাঁর সহযোগিতা আমাদের অনুপ্রেরণা যোগায়।এ ব্যাপার জাপান অভিবাসী আবু মোহাম্মদ শামীম পিয়ার ( পলাশ) এর পরিবারের পক্ষ থেকে জানান,বিদেশে অবস্থান করেও সবসময় চেষ্টা করে দেশের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রাখার। প্রবাস থেকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছ। করোনার দুর্যোগ কালে দেশের বিত্তবানরাও গরীব-দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।