প্রকাশ: ৩ জুলাই ২০২০, ২৩:২৩
টাঙ্গাইলে ফের যমুনাসহসব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার যমুনা নদীর পানি বিপসসীমার ৪৫ সে.মি. উপরে, ধলেশ্বরী নদীর পানি ৮৮ সে.মি. এবং ঝিনাই নদীর পানি ৪৯ সে মি. বিপসসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, ভূঞাপুর, কালিহাতী এবং গোপালপুর উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় এখন পর্যন্ত টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, ভূঞাপুর, কালিহাতী এবং গোপালপুর উপজেলার বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। আর এতে করে ২১ টি ইউনিয়নের অন্তত ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে।
অপরদিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ফলে ১ লাখ ২৪ হাজার ৫৭১ জন পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে ৫৩২টি পরিবারের ঘরবাড়ী নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও নাগরপুরে ১ টি স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই ৬ উপজেলার ১৪৭ বর্গ কিলোমিটার প্লাাবিত হয়েছে।