পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জুলাই ২০২০ ০৯:৩২ অপরাহ্ন
পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী সদর উপজেলায় মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মামুন ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন। 

জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে বাহিরে যান মামুন। পরে দিনগত রাত ১১টার দিকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।