প্রকাশ: ২ জুলাই ২০২০, ২১:৯
শরীয়তপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও জেলার মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিয়ম মেনে মনোবল নিয়ে যুদ্ধ করে জয়ী হয়ে আবারও করোনা প্রতিরোধে যুদ্ধে নেমেছেন জেলা সিভিল সার্জেন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া।
১০ জুন সৈয়দা শাহিনুর নাজিয়া করোনা পজেটিভ হলে ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকার পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে ২৫ জুন থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান, ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়াকে করোনামুক্ত ঘোষণা করেন। করোনা মুক্ত ঘোষণার দুইদিন পরে ২৮ জুন থেকে আবারো মানব সেবায় করোনা প্রতিরোধে যুদ্ধে নামেন ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া।
চিকিৎসক হিসেবে আমাকেতো এই যুদ্ধে থাকতেই হবে । এই যুদ্ধে কোনো রোগী মারা গেলে চিকিৎসকের পরাজয়। এমন সংকট থেকে পালিয়ে থাকলেও পরাজয়। পালিয়ে আমাদের বাঁচার চেষ্টা থাকলে সাধারণ রোগীরা যাবেন কোথায়? তাদের সেবায় অন্তত শপথের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করা চিকিৎসকদের নৈতিক দায়িত্ব।