প্রকাশ: ১ জুলাই ২০২০, ২১:৫১
নরসিংদীর পলাশ উপজেলায় সমাজসেবা অফিসের উদ্যোগে পলাশের হতদরিদ্র ক্যানসার ও কিডনী রোগীদের পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব অনুদানের চেক হতদরিদ্র রোগীর পরিবারের মাঝে হস্তান্তর করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন।পলাশের হতদরিদ্র ৪ জন ক্যানসার ও কিডনী রোগীর পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।