দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা জুলাই ২০২০ ০১:২১ অপরাহ্ন
দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে: র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, করোনার এই বৈশ্বিক সমস্যার মধ্যে জঙ্গিবাদ নির্মূলে কাজ করছি। জঙ্গি দমনে ঈর্ষণীয় সফলতার পাশাপাশি তারা যখনই কোনো পরিকল্পনা করছে, তখনই আমরা অ্যাক্টিভলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যার কারণে দেশে জঙ্গি কার্যক্রম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে।সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জঙ্গি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে র‌্যাবের ডিজি বলেন, 'এই ঘটনার পর থেকে সকল আইনশৃঙ্খলা বাহিনী ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান করেছে। এতে জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে যে অপ-তৎপরতা গড়ে তুলতে চেয়েছিল তা রুখে দেওয়া হয়েছে। বর্তমানে দেশে জঙ্গিদের নিয়ন্ত্রণে সফল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।'

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে দুই হাজারের অধিক জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশের এই এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, 'হলি আর্টিজানের ঘটনার পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি জঙ্গিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। দ্রুতই তাদের রায় কার্যকর হবে।'জঙ্গিদমনে দেশবাসীসহ সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানান র‌্যাব ডিজি।

করোনাকালে জঙ্গিরা সু-সংগঠিত হবার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, 'করোনা একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বই জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। জঙ্গি দমনে আমরা ঈর্ষণীয় সফলতা পেয়েছি। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গোয়েন্দা কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম, অব্যাহত আছে বলেই সম্প্রতিকালেও আমরা জঙ্গিদের ধরেছি। তারা যখনই পরিকল্পনা করছে তখনই আমরা অ্যাক্টিভলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যার কারণে আমাদের দেশে জঙ্গি কার্যক্রম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে।'