প্রকাশ: ৩০ জুন ২০২০, ২২:৫৪
ব্রাক্ষণবাড়িয়া সরাইল থানা পুলিশের অভিযানে দশ জুয়া খেলার আসামী গ্রেফতার।সরাইল থানা সুএে জানাযায়,গতকাল (২৯) সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার ও সরাইল থানা অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ খলিলুর রহমান,এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে পুকুর পাড় হইতে ও নোয়াগাঁও এলাকা হইতে পৃথক অভিযান পরিচালনা করে প্রকাশ্যে টাকা বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এদিকে সোমবার রাতে সরাইল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সদর সৈয়দ বাড়ির সামনে থেকে দৌলত খানের ছেলে মিল্লাত খান (৩০)নামের একজনকে ২৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের কথা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ এম এম নাজমুল আহমেদ বলেন, সরাইলে মাদক জুয়া জিরো টলারেন্স নেতি পালন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। মাদক বিরোধী অভিযান চলবে।