বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৯ জুন) নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নগরীর আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির লীলা মঞ্জিলের ভাড়াটিয়া মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার কিশোর পুত্র মো. শুভ হাওলাদার (১৬)।
ডিবি পুলিশ জানিয়েছে, ‘লিটন হাওলাদারের গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার পূর্ব হারতায়। তিনি বরিশালে বাসাভাড়া নিয়ে থাকার পাশাপাশি নিজে এবং কিশোর পুত্রকে দিয়ে মাদক বিক্রি করাতো।