না ফেরার দেশে চলে গেলেন গেদু চাচাখ্যাত বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাপ্তাহিক আজকের সূর্যোয়ের সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক। আজ বিকাল চারটায় রাজধানীর প্রগতি স্মরণী এমএজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার ভাতিজা খন্দকার তারেক রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় তিনি হঠাৎ সেগুনবাগিচার নিজ বাসায় শ্বাস কষ্ট জনিত সমস্যা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। আজ বিকাল চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।