প্রকাশ: ২৮ জুন ২০২০, ২০:৩১
পাবনার স্বনামধন্য প্রতিষ্ঠান অনন্য সমাজ কল্যাণ সংস্থার সাবেক সহকারী পরিচালক, হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল'র সাবেক পরিচালক, এমবিএ ক্লাব পাবনা এমবিএ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক পাবনার চেতনার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম রোটা. আজিম উদ্দিন-এমবিএ'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার অন্তর্গত গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৪ সালে অনন্য গ্রুপের কাজে কর্তব্যরত অবস্থায় টাঙ্গাইল'র কালিহাতিতে আজকের এই দিনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চির বিদায় নেন।
প্রয়াত আজিম উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, রোটারী ক্লাব অব পাবনা, পাবনা এমবিএ ক্লাব, মানবাধিকার উন্নয়ন কমিশন (সহ-সভাপতি), জাতীয় প্রতিবন্ধি সংস্থা, উপজেলা হাসপাতাল কমিটি, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, দর্পণ সমাজ উন্নয়ন সংস্থা (ভাইস চেয়ারম্যান), জাতীয় যক্ষা নিরোধ সমিতি (সাংগঠনিক সম্পাদক), জনস্বাস্থ্য আন্দোলন-পিএইচএম, ঢাকা, বাংলাদেশ প্রবীণ হিতষী সংঘ, পাবনা রাইফেল ক্লাবসহ আরো অনেক সংগঠনের সাথে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি সিরাজগঞ্জ জেলায় সাংবাদিকতার সেরা একটি এওয়ার্ড “জনতা”য় ভুষিত হন।
পাবনা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, আমেরিকার পেনসেলভেনিয়া স্টেট আওয়ামী লীগের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হাই মিয়া, পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবির হৃদয়, রোটারী ক্লাব অব পাবনার ইলেক্ট প্রেসিডেন্ট এস. এম. তানভীরসহ পাবনার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।