ভোলার বোরহানউদ্দিনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবস্থাপনায় তথ্য-প্রযুক্তির প্রয়োগ বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ভোলা জেলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার ২০ জন ভূমি অফিসের কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারি অংশ নেন।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীল। ওই সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকার অনেকদূর এগিয়ে গেছে। ভূমি খাতে তথ্য-প্রযুক্তির প্রয়োগ কাজের চাপ কমার পাশাপাশি জনদূর্ভোগ কমাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের প্রতি আরো দক্ষতা অর্জনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মামুন আল ফারুক, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।