ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো জরুরি বৈঠকে বসছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ জুন) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জোনভিত্তিক ম্যাপিং পাওয়া না গেলেও পূর্ব প্রস্তুতি হিসাবে মেয়র আবারো বৈঠক ডেকেছেন। ম্যাপিং পাওয়া গেলে সিটি করপোরেশন কীভাবে লকডাউন বাস্তবায়ন করবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
এর আগে গত ১৬ জুন বৈঠক করেন তাপস। সে সময় তিনি বলেন, জনগণকে সচেতন ও সম্পৃক্ত করেই আমরা লকডাউন বাস্তবায়নে যাবো। যাতে জনগণের কোনোরকম কষ্ট বা দুর্ভোগ না হয়, সেদিকটা প্রাধান্য দিয়েই আমরা ডিএসসিসিতে লকডাউন বাস্তবায়ন করবো। লকডাউন এলাকায় সংক্রমণের হার যাতে না বাড়ে এবং এই সংক্রমণ ক্রমান্বয়ে কমিয়ে লকডাউন তুলে নেওয়ার পর যাতে সে এলাকা গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।