পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলার সমদেকাঠী ইউনিয়নের কুহুদাসকাঠী সরকারী প্রা.বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক গর্ভপতি মহিলাদের চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
বরিশাল সিএমএইচ এর পরিচালনায় ৭ পদাতিক ডিভিশন বরিশাল শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী এর ব্যাবস্থাপনায় ওই ফ্রি চিকিৎসা প্রদান করেন গাইনোকোলোজিষ্ট মেজর ডা. শারমিন (এএমসি)।চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ফ্রি ওষুধ ফ্রি বিতরণ করা হয়।
ক্যাম্পের সার্বাদিক ব্যাবস্থাপনার দায়ত্বি পালন করেন ক্যাপ্টেন মুয়াজ আলম। করোনা ঝুকি এড়াতে ক্যাম্পে স্থাপন করা হয় জীবানুনাশক স্প্রে পয়েন্ট। চিকিৎসার আগে প্রত্যেককে ওই জীবানুনাশক স্প্রে পয়েন্টের মাধ্যমে জীবানুমুক্ত করা হয়।
মেজর মুয়াজ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা পৌছে দিতে তাদের এ আয়োজন। একইসাথে অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় সমদেকাঠী ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।