প্রকাশ: ২৩ জুন ২০২০, ৫:৫৮
ভোলার বোরহানউদ্দিন হাকিমুদ্দিন ঘাটে কর্ণফুলী লঞ্চের স্টাফদের হামলায় ৪ ঘাট শ্রমিক সহ ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭ টার দিকে উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘটে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সহ ঘাট ইজারাদার উজ্জল হাওলাদার জানান, ফারহান-৫ ও কর্নফুলি-১২ লঞ্চ দু’টি একই সময়ে ঘাটে নোঙোর করে। কর্ণফুলীর ডেকে ৩০০ টাকা ও ফরহান লে র ডেকে ১০০ টাকায় ঢাকা যাওয়া যাবে বলে দুই পক্ষ হাঁকডাক শুরু করে।
এতে ওই সময় স্থানীয় হারুন(৩০), বলু (৩৫), মজিবল (৪২), আলম (৪০), নয়ন ((৪৫) সহ ৮ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে হাকিমুদ্দিন পুলিশ ফারির ইনচার্জ ফোরকান হাওলাদার জানান,কর্ণফুলী লঞ্চে ইটের টুকরো ছিলো। ওইগুলো নিচে নিক্ষেপ করায় সাধারণ মানুষ সহ ৭-৮ জন আহত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইমরান হোসেন জানান, হারুন ও বলু নামের দুই ব্যক্তি ভর্তি আছেন। তবে তাঁরা আশংকামুক্ত। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।