প্রকাশ: ২৩ জুন ২০২০, ১৮:৪৮
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় লোটাস মুন্সি নামের এক মৎস চাষীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বিত্তরা। বিষক্রিয়ায় গলদা, পাঙ্গাস, রুই ও কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এরপর সোমবার বিকেলে তার ছেলে রোমান মুন্সী বাদী হয়ে সন্দেহমুলকভাবে তিন জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অফিযোগ দিয়োছে ভিকটিম। অভিযোগ তদন্তের জন্য ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।