সরকারের কাজ যখন করবেন সরকারের নিয়ম নীতি মেনেই চলতে হবেঃ ইউএনও

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৩শে জুন ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন
সরকারের কাজ যখন করবেন সরকারের নিয়ম নীতি মেনেই চলতে হবেঃ ইউএনও

সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা বলেছেন,আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা গরু পালনে মানুষকে উৎসাহ করতে হবে।সঠিক ভাবে চিকিৎসা দিব নিশ্চিত করতে হবে,অহেতুক সহজে গরু-ছাগল যেন মারা না যায়। মানুষ যখন বুঝবে এ ব্যবসায় লাভবান, ঠিক  তখন মানুষ উৎসাহী হয়ে এগিয়ে আসবে। সোমবার  (২২ জুন) সোমবার দুপুর১২ টায় পিপিআর রোগ নির্মুল এবং নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সরাইল উপজেলা ইউনিয়ন ভিত্তিক এক জন করে নয় জনকে পিপিআর ভলান্টিয়ার ভ্যাক্সিন্টরদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণ ২০২০-কোর্স উপজেলার প্রাণী সম্পদ অফিসারের কার্যালয়ে সমাপনীও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,

এ সময় তিনি সবার উদ্দেশ্য করে বলেন, সরকারের নির্দিষ্ট নীতিমালার বাইরে, কোন প্রকার ফি নেওয়া যাবে না। বিশেষ ভাবে মনে রাখবেন আপনাদের যতটুক দায়িত্ব,ততটুকুই পালন করবেন। এটা সরকারি কাজ, কোন ভাবে নিজের ইচ্ছা মতে করা যাবে না।সরকারের কাজ যখন করবেন সরকারের নিয়মনেতি মেনেই চলতে হবে বললেন, ইউএনও এ এস এম মোসা।উক্ত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। এসময় ডাঃ এমরান ভূইয়াসহ বিভিন্ন মিডিয়ার কর্মীগণ ওপ্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষর্ণাথী দের মাঝে সনদ বিতরণ করা হয়।