প্রকাশ: ২২ জুন ২০২০, ২৩:৩৪
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অদ্য ২২ জুন ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল কর্তৃক ঢাকা মহানগরীর হাতিরপুল বাজার,
পলাশী বাজার, ইসলামবাগ বাজার ও বাবুবাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালিত হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ৭৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।