প্রকাশ: ২১ জুন ২০২০, ২১:২৬
জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি শুধুই বাবার জন্য।তবে অনেকে মনে করেন বাবাকে ভালবাসতে দিবস নয় প্রতিদিন বাবাকে ভালবাসা যায়। বিশ্বের প্রায় ৮৮ টি দেশে এই দিনটি পালিত হয় বাবা দিবস হিসেবে। এর নেপথ্যে রয়েছে একাধিক গল্প।যার নানা ধরনের মত রয়েছে।
তিনি গির্জা এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেন। মূলত তার উদ্যোগেই প্রথম পালিত হল বাবা দিবস। সোনোরার ইচ্ছে ছিল ৫ জুন তারিখে বাবা দিবস পালিত হোক। সেই দিনটিই ছিল তার বাবার জন্মদিন। কিন্তু শেষ পর্যন্ত তা পালিত হয় জুন মাসের ১৯ তারিখে। এ বছরের বাবা দিবস ২১ জুন, রবিবার