প্রকাশ: ২১ জুন ২০২০, ১৯:৫৪
করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান বাজেট অধিবেশনে পরের চার কর্মদিবসে যোগ দেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যকে নমুনা পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে।এর আগে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করতে বলা হলো।
আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।করোনা পজিটিভ হওয়াদের অনেকেই স্পিকারের দপ্তরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল।জাতীয় সংসদের বাজেট অধিবেশন গত ১০ জুন থেকে শুরু হয়েছে।